সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
গ্রেপ্তারকৃত এ.এস.এম. শামসুজ্জামান সেলিম
expand
গ্রেপ্তারকৃত এ.এস.এম. শামসুজ্জামান সেলিম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাবেক যুবদল নেতা এ.এস.এম. শামসুজ্জামান সেলিমকে ৫টি সাজাপ্রাপ্তসহ ২৩টি ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে রংপুরের হাজিরহাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এ.এস.এম. শামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলার সিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যুবদল নেতা শামসুছুজ্জামান সেলিম বিভিন্ন জনের কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে অর্থ লেনদেন করেন। যা সময় মত পরিশোধ না করায় তার বিরুদ্ধে ভুক্তভোগীরা একের পর এক মামলা দায়ের করেন।

এভাবে ২৩টি মামলা দায়ের হয়। যার মধ্যে ৫টি মামলায় বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন আদালত। পলাতক থাকায় সাজাপ্রাপ্তসহ ২৩টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত।

২৩টি ওয়ারেন্টের আসামী শামছুজ্জামান সেলিম দীর্ঘ দিন আত্নগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশ রংপুরের হাজিরহাট থানা পুলিশের সহায়তায় রোববার রাতে হাজিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। সোমবার সকালে তাকে লালমনিরহাট আদালতে পাঠায় পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, শামসুজ্জামান সেলিমকে ৫টি সাজাসহ মোট ২৩টি ওয়ারেন্ট মুলে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X