সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকাপ দুর্ঘটনা, আহত ৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে পিকাপ ভ্যান দুর্ঘটনা
expand
শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে পিকাপ ভ্যান দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে পিকাপ ভ্যান দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মাওয়ামুখী যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ভাঙ্গা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে পিকাপটির একটি চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পিকাপটিতে কুমিল্লার একটি মেলা শেষে মেলার ডেকোরেশনের মালামালসহ আচার ও অন্যান্য মালামাল এবং জনবল বহন করা হচ্ছিল।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বাড়ি ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত পিকাপটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X