বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা ও উন্নয়ন জরুরি: ডা. ফরিদ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট সমাজসেবক যশোর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
expand
শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট সমাজসেবক যশোর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

যশোরে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট সমাজসেবক যশোর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি বলেন, উন্নত বিশ্বে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রকাশনা রয়েছে, কিন্তু আমাদের দেশে এ বিষয়ে গবেষণা প্রায় নেই। হোমিওপ্যাথি ও এলোপ্যাথিকে প্রতিদ্বন্দ্বী না ভেবে পরস্পরের সহযোগী হিসেবে কাজ করলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্ভব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি ভিপি আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য খাতে বাস্তবায়নের স্বচ্ছতা নেই। পরিবর্তনের এই সময়ে নতুন বাংলাদেশ গড়তে নতুন নেতৃত্ব প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুরে আলী নুর মামুন, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, ড. মোস্তাফিজুর রহমান, ডা. আবুল বাশার, ডা. আবু হাসান জাহিদসহ অনেকে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশত হোমিওপ্যাথিক নারী ও পুরুষ চিকিৎসক অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X