বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লোকে লোকারণ্য কক্সবাজার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
expand
লোকে লোকারণ্য কক্সবাজার

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। এদিন সমুদ্রনগরীতে রেকর্ডসংখ্যক ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় লাখো মানুষের ভিড় দেখা যায়।

সৈকতের বালুকাবেলায় আগত পর্যটকেরা অবকাশ যাপনে ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বন্ধু, পরিবার ও স্বজনদের সঙ্গে সমুদ্র শহরে তারা আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন।

তবে আনন্দ উল্লাসের মাঝেও আছে ভোগান্তি, বাড়তি খরচ এবং সৈকত এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীর উৎপাতসহ কিছু দৃশ্যমান অব্যবস্থাপনা হয়ে দাঁড়িয়েছে দুর্ভোগের কারণ।

ঘুরতে আসা পর্যটকরা জানান, এখানে সবকিছুর দাম বেশি, অটোচালকরা অল্প দূরত্বেও অনেক বেশি টাকা দাবী করে বসেন৷ খাবারের উচ্চ দাম। এসব নিয়ন্ত্রণে প্রশাসনের যথাযথ তদারকি করা উচিত।

বড়দিন উপলক্ষে শহরের অভিজাত হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন, উৎসবের আমেজ তৈরি করতে যেগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের সব কক্ষই বুকিং হয়ে আছে, এই মৌসুমে শত কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার পাশাপাশি হয়রানি প্রতিরোধে নিয়মিত মনিটরিং অব্যাহত রেখেছে ট্যুরিস্ট পুলিশ।

এহাড়া পর্যটকদের জন্য নির্ধারিত হেল্পলাইন- ০১৩২০১৬০০০০ নাম্বারে যোগাযোগ করলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা পাওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X