সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিরক্ষা মিশনে নিহত রাজবাড়ীর সেনা সদস্য শামীম রেজার দাফন সম্পন্ন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
জানাজার নামাজ
expand
জানাজার নামাজ

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর বীর সেনা সদস্য রাজবাড়ীর কালুখালী উপজেলার শামীম রেজার দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শহীদ সেনা সদস্য শামীম রেজার মরদেহ রাজবাড়ীর কালুখালী মিনি স্টেডিয়ামে আনা হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় একটি অ্যাম্বুলেন্সযোগে মরদেহটি নেওয়া হয় তার নিজ গ্রাম কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে।

নিজ গ্রামে মরদেহ পৌঁছালে শেষবারের মতো প্রিয়জনকে এক নজর দেখতে ভিড় করেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী। স্বজন হারানোর বেদনায় কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

পরে সেখানে অনুষ্ঠিত হয় নিহত শামীম রেজার নামাজে জানাজা। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকাল ৪টার দিকে হোগলাডাঙ্গী গ্রামে তার দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

নিহত সেনা সদস্য শামীম রেজা (ওরফে শামীম ফকির) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আলমগীর ফকিরের ছেলে। তিনি ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চলতি বছরের ৭ নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য সুদানে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই শহরে দায়িত্ব পালনকালে বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ড্রোন হামলায় শামীম রেজাসহ ৬ জন বাংলাদেশি সেনা সদস্য নিহত হন। তিন ভাই ও এক বোনের মধ্যে শামীম ছিলেন সবার বড়।

দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গকারী এই বীর সৈনিকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X