সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রায়হান জামিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
আলোচিত মুফতি রায়হান জামিল
expand
আলোচিত মুফতি রায়হান জামিল

ফরিদপুর-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল। তিনি ইতোমধ্যে নানামুখী উদ্যোগ নিয়ে ফরিদপুরসহ সারাদেশে আলোচিত হয়েছেন।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন সংগ্রহের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর নির্বাচন কার্যালয় থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্ধারিত ফরমে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি। বর্তমান আইনি কাঠামোর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, ‘জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।’

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগে তিনি ব্যাপক সাড়া ফেলেন।

এছাড়া নির্বাচনী গেট-ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে এক বস্তা করে চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনাও জনমনে বিশেষভাবে আলোচিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X