শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে যুবলীগের আহ্বায়ক রসি গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
যুবলীগের আহ্বায়ক রসি গ্রেপ্তার
expand
যুবলীগের আহ্বায়ক রসি গ্রেপ্তার

বাবুগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠক যুবলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আহ্বায়ক মোঃ নাজবীর হোসেন খান রসি(৩৯) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মোঃ নাজবীর হোসেন খান রসি দেহেরগতি ইউনিয়নের গ্রামের বাসিন্দা। মৃত্যু এনায়েত হোসেন খানের ছেলে।

বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে ২১ নভেম্বর বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় ।

গ্রেপ্তারকৃত নাজবীর হোসেন খান রসিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি করেন দেহেরগতি বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহতেশাম জানান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রসিকে ২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে বাবুগঞ্জ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X