শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
মীর সরফত আলী সপু।
expand
মীর সরফত আলী সপু।

বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ-এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ভ্যানগার্ডের মতো পাহারার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি চোরাগোপ্তা হামলা চালাতে না পারে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জসিম মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন ও আওলাদ হোসেন মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X