

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাগর জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে। সে পেশায় একজন গাড়িচালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে সামনে দাঁড়িয়ে ছিলেন সাগর। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে ইমন ইসলাম নামে আরেক যুবক এসে সাগরের ওপর হামলা করে গুলি চালায়।
এতে গুলিবিদ্ধ হন সাগর। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, দুই যুবক একজন আরেকজনকে গুলি করেছে। কী নিয়ে ঘটনা- স্পষ্ট জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন
