শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ এএম
দোয়া মাহফিল ও খতমে কোরআন
expand
দোয়া মাহফিল ও খতমে কোরআন

মহান বিজয় দিবসঅসুস্থ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে দোয়া মাহফিল ও খতমে কোরআন ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করে আলোচিত সামাজিক ও মানবিক সংগঠন হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় পৌর মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মসূচিতে ৩০ জন হাফেজে কোরআনের অংশগ্রহণে বিশেষ খতমে কোরআন সম্পন্ন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত, দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অসুস্থ সদস্য ওসমান হাদীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান বায়জিদ আহমাদ ফারদিন বলেন, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়; এটি বাঙালি জাতির আত্মপরিচয়, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। শহীদদের স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনার অংশ হিসেবেই আজকের এই আয়োজন।

সংগঠনের সদস্যরা জানান, ধর্মীয় আয়োজনের মাধ্যমে শহীদদের স্মরণ করা যেমন নৈতিক দায়িত্ব, তেমনি সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায়ও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সংযোগ ঘটাতে সহায়ক হবে বলেও তারা মনে করেন।

সংগঠনের সভাপতি দেলোয়ার হোসাইন মাহদী বলেন, বিজয় দিবস আমাদের গর্বের দিন। এই দিনে শুধু আনন্দ নয়, যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন তাঁদের আত্মার শান্তির জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। একই সঙ্গে সমাজের একজন অসুস্থ মানুষ ওসমান হাদীর সুস্থতার জন্য সম্মিলিত দোয়া - এটাই আমাদের মানবিক দায়বদ্ধতা। তিনি আরও বলেন, সম্মিলিত দোয়ার শক্তি অপরিসীম - এই বিশ্বাস থেকেই মহান বিজয় দিবসে এ আয়োজন।

অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই বলেন, বিজয় দিবসে দোয়া মাহফিল ও খতমে কোরআনের মতো এমন ব্যতিক্রমী আয়োজন প্রশংসার দাবি রাখে।

এ সময় সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম খান সাদাত, সমাজসেবক আবুল বাশারসহ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X