

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদ ও এলাকার চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। এ নিয়ে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ও চলাচল রাস্তা খুলে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদের মুসল্লী, ওই গ্রামের নারী-পুরুষ ও ভুক্তভোগীরা।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, সোনাইরকান্দি জামে মসজিদে ও এলাকার যাতায়াতের পথ অবরুদ্ধ করেছে রেখেছে ফারুক আহম্মদ ও তার ভাই সিরাজুল ইসলাম সংঘবদ্ধ চক্র। এ ঘটনা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
এসব নিয়ে তাদের মধ্যে বিরোধের এক পর্যায়ে ওই পরিবারটিকে সমাজ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তারা তাদের ভুল স্বীকার করেন এবং চলাচলের পথ দিবেন বলে সমাজবাসীর কাছে প্রতিজ্ঞা করেন। কিন্তু পরবর্তীতে তারা আর যাতায়াতের পথ দেননি।
এ নিয়ে কথা কাটাকাটি হলে সোনাইরকান্দি গ্রামের আলী আজ্জম সরকার, মোকশেদ আলী দেওয়ান, কালা মিয়া সরকার, শহীদুল্লাহ খান ও ইসমাইল দেওয়ানের বিরুদ্ধে আদালতে গত ৯ ডিসেম্বর মামলা দায়ের করেন ফারুক আহম্মদ।
মানববন্ধনে অংশ নেয়া আলী আজ্জম, মোকশেদ আলী সহ বেশ কয়েকজন বলেন, ফারুক গংরা গ্রামে বিভিন্ন ধরণের অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ২০১৬ সালেও তার মেয়ে ডাকাতি সাজিয়ে একটা মিথ্যা মামলা দায়ের করে। ২০২৩ সালে ওই মামলা খারিজ হয়ে যায়। ভুয়া ওয়ারেন্ট তৈরি করেও মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করেছে তারা। এইভাবে গ্রামের নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছি। পাশাপাশি মসজিদ ও এলাকাবাসীর চলাচলের রাস্তা খুলে দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযুক্ত ফারুক আহম্মদ এই বিষয়ে বলেন, আমাকে তারা মারধর করতে আসছে তাই মামলা দিয়েছি। আর চলাচলের জন্য জায়গা প্রয়োজন হলে আমরা অবশ্যই দিব।
মন্তব্য করুন
