মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে কভারভ্যানের চাপায় অটোচালক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অটোরিক্সা
expand
অটোরিক্সা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভার ভ্যানের চাপায় শরীফ হোসেন (৪৫) অটোরিক্সা চালক নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার মুশুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ হোসেন মুশুরি বৈরাগবাড়ী এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন।

ওসি সাবজেল হোসেন জানান, দুপুর ২টার দিকে ফজুরবাড়িরমোড়-ইছাপুরা সড়ক যোগে মুশুরি এলাকা থেকে রূপগঞ্জ থানা এলাকায় আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি কভারভ্যান ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই অটো রিক্সা চালক শরীর হোসেন নিহত হন।

এ সময় অটোরিকশা আরোহী আরো দুজন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত অটোরিকশা উদ্ধার ও ঘাতক কভার ভ্যান আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যায় ।

শরীফ হোসেনকে হারিয়ে সন্তান সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী জাহিদ হাসান, দুই মেয়ে শিখা ও স্বপ্না এবং স্ত্রী হেনা বেগম পাগলের মত হয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X