বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন
expand
জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

নরসিংদীর পলাশ উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা জরুরি। সরকারের নানা উদ্যোগের ফলে প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, খামারি প্রশিক্ষণ, সেমিনার, প্রদর্শনী, সচেতনতামূলক র‍্যালিসহ নানামুখী আয়োজন থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন