

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ধোবাউড়ায় প্রায় তিন হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল।
বুধবার সকালে ধোবাউড়া সরকারি আর্দশ ডিগ্রি কলেজ মাঠে ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিশাল এই ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ -১( ধোবাউড়া – হালুয়াঘাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী প্রখ্যাত আালেম হাফেজ জামাল উদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কছিম উদ্দিন বিশ্বাস,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, বিএনপি নেতা আজিজুল হক, আব্দুস শহীদ আকন্দ,শাখাওয়াত হোসেন খান,যুবদল নেতা শহিদুল ইসলাম ফকির,আঃ হালিম মোল্লা,আল আমিন প্রমূখ।চক্ষু ক্যাম্পে সতেরশত বিয়াল্লিশ জনকে প্রাথমিক চিকিৎসা,চারশ জনকে চশমা প্রদান এবং ছয়শত ছিয়ান্ন জন ছানী পড়া রোগী নির্নয় করা হয়। ছানী পড়া রোগীদের বিনামুল্যে অপারেশন করার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে সালমান ওমর রুবেল বলেন, আমি ২০১২ সাল থেকে প্রতিবছর এই চক্ষু ক্যাম্পের আয়োজন করি,দলীয় নেতাকর্মীদের সাথে এ পর্যন্ত লক্ষাধিক মানুষকে বিনামুল্যে চক্ষু সেবা দিয়েছি। আগামীতেও মানুষের পাশে থেকে সেবা করতে চাই।
মন্তব্য করুন