

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বাবুগঞ্জে ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. আমির খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার মিরপুর এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আমির বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। জানাযায়, গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমির খানের অবস্থান শনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে মঙ্গলবার রাতে মিরপুরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক ট্রাইবুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় উপলক্ষ্যে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম নিহত হয়।
এ ঘটনায় বুধবার (১৯ নভেম্বর) নিহতের বাবা মিজানুর রহমান ওরফে দুলাল বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মন্তব্য করুন