

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরে মাদক কারবারীদের হামলায় ২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর মেট্রো থানার ভোরা মধ্যপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
মাদক মামলার আসামি আতিকুর রহমান রায়হানকে (১৮) গ্রেপ্তার করার পর মাদক উদ্ধারের জন্য গেলে হঠাৎ তার সহযোগী মাদক কারবারীরা পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় এস আই আব্দুর রহিম ও কনস্টেবল সাইফুল ইসলাম মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অন্য পুলিশ সদস্যরা আহত দু'জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ দ্রুত অভিযানে নেমে আসামি রায়হানকে আটক করে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে বাধা দিতে সংঘবদ্ধভাবে এ হামলা চালানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসাবে অভিযান চলছে ও অভিযুক্ত মাদক কারবারীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
মন্তব্য করুন