বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক মামলায় মায়ের যাবজ্জীবন, দুই সন্তানের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
কারাদণ্ড - ছবি: সংগৃহীত
expand
কারাদণ্ড - ছবি: সংগৃহীত

২০২২ সালের একটি মাদক মামলায় পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত একই পরিবারের তিনজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রায়ে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো.খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তারকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় তার ছেলে মো. মেহেদী হাসান মুন্নাকে (১৯) এক বছর ৯ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, এবং মেয়ে ইকতার জাহান তিশাকে (২২) এক বছর ৬ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। মামলায় অপর ছেলে সাইফুল ইসলাম পায়েলকে (২৬) খালাস দেন আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর শিয়ালকাঠী গ্রামে ওই পরিবারের বাড়িতে অভিযান চালান। অভিযানে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বদরুল হাসান বাদী হয়ে চারজনকে আসামি করে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য–প্রমাণ শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন, আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন