

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনজন আসামীকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে শিবচর থানায় এক জরুরি ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন,ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। অতঃপর প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ( ১) দিপন মল্লিক (৫৩) পিতা: খগেন্দ্র চন্দ্র মল্লিক,ডেমরা, ঢাকা,(২) মো.হাসান মোল্লা (৪৬) পিতা : মৃত্যু - মোহাম্মদ মোল্লা, শিবচর, মাদারীপুর ও (৩) মো.টগর প্রধান (৩৪)পিতা : হাচন আলী, চান্দিনা, কুমিল্লা কে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, ঘটনার সময় ব্যবহার করা প্রাইভেটকারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ভোরে শিবচরের বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে কুপিয়ে আহত করে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
পুলিশ বলছে, দ্রুত অভিযান এবং আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে এই আলোচিত ডাকাতি মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে।
মন্তব্য করুন