

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার শ্রীফলকাঠিতে বারসিক আয়োজিত এই কর্মশালায় ২০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই মাঠ প্রশিক্ষণে পরিবেশবান্ধব কৃষিচর্চা, টেকসই ফসল ব্যবস্থাপনা, প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় সবুজায়নসহ বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
শ্রীফলকাঠি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণ দেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং।
শংকর ম্রং প্রশিক্ষণের এক পর্যায়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে উপকূলীয় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিপ্রতিবেশবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানো সম্ভব।
সাংবাদিক ও শিক্ষক রণজিৎ বর্মন বলেন, তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। তাদেরকেই পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। জীব বৈচিত্র্য ও সুন্দরবন সুরক্ষায় উদ্যোগ গ্রহণের পাশাপাশি জৈব বা প্রকৃতি নির্ভর কৃষি চর্চার মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন, যুব সংগঠক স.ম ওসমান গনী প্রমুখ।
মন্তব্য করুন