

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের জানা অনুযায়ী, সোমবার রাত থেকে ভোরের মধ্যে এটি সংঘটিত হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, স্মৃতিস্তম্ভটি চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত। ৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে মীর মুগ্ধের ছবি বসানো হয়েছিল।
একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি এলাকায় একটি অনুষ্ঠানের কারণে বিরোধের উত্তেজনা ছিল। এই জের ধরে স্মৃতিস্তম্ভে কালি লাগানো হতে পারে।
মুগ্ধমঞ্চের অন্যতম উদ্যোক্তা এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, "আমরা এই ঘটনায় খুব মর্মাহত। এটি জুলাই চেতনার প্রতি আঘাত। ঘটনার যথাযথ বিচার চাই।"
মন্তব্য করুন