মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত হলে কোনো সরকারি সুবিধা নেবেন না শিশির মনির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির
expand
সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির

সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির ঘোষণা করেছেন, নির্বাচিত হলে তিনি সরকারি কোনো সুবিধা গ্রহণ করবেন না। এতে ভাতা, এলাওয়েন্স বা প্রটোকলসহ কোনো সুবিধা অন্তর্ভুক্ত থাকবে না।

সোমবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় শিশির মনির বলেন, সরকারি যে কোনো সুযোগ-সুবিধা তিনি জনগণের কল্যাণে উন্মুক্ত রাখবেন এবং নিজের বা পরিবারের জন্য কোনো অংশ ব্যবহার করবেন না।

তিনি স্পষ্ট করেন, ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না এবং প্রশাসনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন না।

প্রটোকল বিষয়ে তিনি বলেন, নির্বাচিতদের জন্য নির্ধারিত ভিআইপি সুবিধা, প্রাধান্য বা লাউঞ্জের কোনো প্রয়োজন নেই।

তার মতে, যারা সত্যিকারের জনগণের জন্য কাজ করেন, তাদের প্রটোকল হলো জনগণ নিজেই।

শিশির মনির সুনামগঞ্জ-২ আসন থেকে প্রার্থী। নির্বাচনী এলাকায় তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

বর্তমানে জামায়াতে ইসলামীতে তার কোনো পদ নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন