শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালন ফকিরের ১৩৫তম মৃত্যুবার্ষিকীতে সেমিনার অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
expand
লালন ফকিরের ১৩৫তম মৃত্যুবার্ষিকীতে সেমিনার অনুষ্ঠিত

গতকাল ১লা নভেম্বর, ২০২৫, শনিবার বিকাল ৪ ঘটিকায় লালন রিসার্চ এন্ড কালচার ফাউন্ডেশন এর উদ্যোগে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত, সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. সুকোমল বড়–য়া, সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা। প্রারন্ধিক: অধ্যাপক ড. মোঃ জমির হোসেন, বাংলা বিভাগ, নটরডেম কলেজ ও বিশ্ববিদ্যালয়।

আলোচক অধ্যাপক ড. তারিক মনজুর, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আবু ইসহাক হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা, লালন রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন, ডা: এস এম এমরান আলী, বিশিষ্ট লেখক, খুশি মোহন বিশ্বাস, লেখক, গোলাম কাদের, কবি, সাংবাদিক, সংগঠক ও গীতিকার,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢালী মোহাম্মদ দেলোয়ার, সভাপতি, বুলবুল ললিতকলা একাডেমী, টি আই এম ফয়সাল, কবি ও কথা সাহিত্যিক, মোহাম্মদ এমদাদ হোসেন, সভাপতি, ঢাকা জেলা ইউনিয়ন পরিষদ এডমিনিষ্ট্রেটিভ এসোসিয়েশন, নাসিরুজ্জামান, লেখক ও কণ্ঠশিল্পী, মোঃ রফিকুল ইসলাম, লেখক, গীতিকার ও কথাসাহিত্যিক, শুভেচ্ছা বক্তা: ড. সাহেদ মন্তাজ, সভাপতি, লালন রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন

সঞ্চালক: ড. শামস আলদীন, চেয়ারম্যান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা।

অনুষ্ঠানের মধ্যভাগে গোলাম কাদের এর লেখা বেগম খালেদা জিয়ার উপরে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গণ সংগীতশিল্পী অমর হাওলাদার বাবুল ও বিমল সাহা, কবি ও কথা সাহিত্যিক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X