

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাতিল হওয়া বৈঠকটি ভবিষ্যতে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হলে সেটির স্থান হিসেবে তার প্রথম পছন্দ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট।
শুক্রবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আগেও ছিল, এখনও রয়েছে—এবং তা যথেষ্ট ইতিবাচক।
গত অক্টোবরের শেষ দিকে বুদাপেস্টে ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়।
ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকটি যে উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছিল, তা বাস্তবসম্মত নয় বলে মনে হওয়ায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। শুক্রবারের ব্রিফিংয়েও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প বলেন, আমি চাইলে সেই বৈঠকটি হতো বুদাপেস্টেই। তবে মনে হয়েছিল, সেখান থেকে কোনো কার্যকর ফল আসবে না। ভবিষ্যতে যদি বৈঠক হয়, তাহলে আমি চাইব সেটি বুদাপেস্টেই অনুষ্ঠিত হোক।
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক বাতিলের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে সমঝোতার অনীহা প্রকাশ পাওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন।
বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে আবারও বুদাপেস্টের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ভিক্টর (অর্বান) পুতিনকে ভালোভাবে বোঝেন এবং তার সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। তিনি মনে করেন, যদি আলোচনা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
মন্তব্য করুন
