রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওবামার ফোনে উৎসাহিত জোহরান মামদানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি
expand
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানির সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই আলাপচারিতায় ওবামা মামদানির প্রচারণা কার্যক্রমের প্রশংসা করেন এবং নির্বাচনের পর পরামর্শক হিসেবে পাশে থাকার আশ্বাস দেন।

প্রথমে নিউইয়র্ক টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে, পরে মামদানির মুখপাত্র ডোরা পেকেচ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “ওবামার উৎসাহব্যঞ্জক কথাগুলো জোহরানকে আরও অনুপ্রাণিত করেছে। তারা শহরে নতুন ধরনের রাজনীতি গড়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।”

৩৪ বছর বয়সী মামদানি বর্তমানে নিউইয়র্কের রাজ্য পরিষদের সদস্য। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাইমারিতে কুয়োমোকে হারানোর পর থেকেই মামদানি ব্যাপক আলোচনায় আসেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার উত্থান ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোচুলসহ কয়েকজন শীর্ষ ডেমোক্র্যাট তার প্রতি সমর্থন জানিয়েছেন।

মামদানির নীতি প্রস্তাবনায় ধনীদের ওপর বাড়তি কর, করপোরেট ট্যাক্স বৃদ্ধি এবং সরকারি ভর্তুকিযুক্ত আবাসনের সম্প্রসারণের কথা বলা হয়েছে। এই পরিকল্পনা সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় হলেও ব্যবসায়ী মহলে আশঙ্কা তৈরি করেছে যে, শহরের প্রতিযোগিতামূলক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, মামদানির উত্থান ডেমোক্র্যাটদের জন্য যেমন নতুন প্রজন্মের ভোটার আকৃষ্ট করার সুযোগ সৃষ্টি করেছে, তেমনি তার ইসরায়েলবিরোধী অবস্থান ও সমাজতান্ত্রিক মনোভাব দলকে রিপাবলিকানদের সমালোচনার মুখে ফেলতেও পারে।

শনিবার ওবামা মামদানির সঙ্গে ফোনালাপের পাশাপাশি নিউ জার্সির গভর্নর প্রার্থী মিকি শেরিল ও ভার্জিনিয়ার প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গারের নির্বাচনী প্রচারণায়ও অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন