রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোটি ডলারের সোনার টয়লেট নিলামে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
সেই সোনার টয়লেট
expand
সেই সোনার টয়লেট

একটি বিশেষ সোনার টয়লেট নিলামে তোলা হচ্ছে, যা বিশ্বের সবচেয়ে দামি টয়লেট হিসেবে পরিচিত হবে।

আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোথবি শুক্রবার এ নিলামের ঘোষণা দিয়েছে।

তাদের তথ্য অনুযায়ী, ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘আমেরিকা’ নামের একটি খাঁটি সোনার ভাস্কর্য নিলামে তোলা হবে। এটি শুধুই শৈল্পিক কীর্তি নয়, বরং পুরো কার্যকরী টয়লেটও বটে।

নিলামকারী প্রতিষ্ঠানটি বলেছে, এটি ‘শিল্প ও পণ্যের মূল্য সংক্রান্ত একটি তীক্ষ্ণ ব্যঙ্গ’।

উল্লেখ্য, এটি ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরি হওয়া এক সোনার টয়লেটের সঙ্গে অনেক দিক থেকে মিল রাখে, যা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল।

নিউ ইয়র্কে ১৮ নভেম্বর নিলাম শুরু হবে। টয়লেট তৈরিতে ব্যবহৃত হয়েছে ১০১ কেজি ২০০ গ্রাম সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ডলার।

সোথবির সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেন, ক্যাটেলান ‘শিল্প জগতের এক প্রভাবশালী উস্কানিদাতা’।

তিনি উল্লেখ করেছেন, শিল্পীর আলোচিত কাজের মধ্যে অন্যতম ‘কমেডিয়ান’—যা দেয়ালে লাগানো কলা—গত বছরের নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া ২০১৬ সালে ‘হিম’ নামের ভাস্কর্য, যা হিটলারের ভঙ্গিতে তৈরি, ক্রিস্টির নিলামে এক কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

শিল্পী নিজে বলেছেন, ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও প্রাচুর্যকে ব্যঙ্গ করতে তৈরি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন