শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত তিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ এএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মাদক পাচারকারীদের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অবৈধ নেশাজাতীয় দ্রব্য বহনকারী একটি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, এতে তিনজন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, চলতি মাসে সন্দেহভাজন মাদকপাচারকারীদের জাহাজে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা। তাঁর নির্দেশেই যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের আওতাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের মোট একত্রিশটি দেশ এই কমান্ডের অন্তর্ভুক্ত।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছিলেন যে জাহাজটি পরিচিত মাদকপথে চলাচল করছিল এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষতি করতে পারে এমন অবৈধ নেশাজাতীয় দ্রব্য পাচার করছিল।

তিনি আরও জানান, হামলায় জাহাজে থাকা তিনজন পুরুষ নিহত হয়েছেন, যাদের তিনি ‘মাদক সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। এ সময় মার্কিন সেনাদের কেউ আহত হয়নি।

এর আগে এই মাসেই দুইবার সন্দেহভাজন মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, মধ্য ও দক্ষিণ আমেরিকায় মাদকপাচার ঠেকাতে এটি মার্কিন নীতির অংশ হলেও আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X