

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রক্রিয়া এগোচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন, আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়ছে।
ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনা রাশিয়ার হাতে পৌঁছেছে বলে জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দাবি একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে তারা পরিকল্পনার খসড়া পেয়েছে এবং তা নিয়ে আলোচনায় তারা আগ্রহী।
ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনেভায় আগের আলোচনায় শান্তি কাঠামোর গুরুত্বপূর্ণ শর্তগুলো নিয়ে দুই দেশের মধ্যে মৌলিক ঐকমত্য তৈরি হয়েছে। তার ভাষায়, যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটন সফর আয়োজনের প্রস্তুতি চলছে।
বিবিসি জানায়, এই সপ্তাহেই জেলেনস্কি যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তবে হোয়াইট হাউস এখনো এই বৈঠক নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তারা শিগগিরই আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।
সম্প্রতি দুই দেশের সীমান্তজুড়ে আবারও তীব্র সংঘর্ষ হয়েছে। কিয়েভের তথ্য অনুযায়ী, রুশ হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাশিয়া দাবি করছে, ইউক্রেনের আক্রমণে রোস্তভ অঞ্চলে তিনজন নিহত হয়েছে।
রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্র–ইউক্রেন যৌথ দলের মধ্যে শান্তি পরিকল্পনার মূল কাঠামো নিয়ে সমঝোতা তৈরি হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন আনুষ্ঠানিকভাবে একটি শান্তিচুক্তিতে সম্মত হয়েছে যদিও কিছু বিষয় নিয়ে এখনও আলোচনা বাকি।
তবে ট্রাম্পের প্রাথমিক পরিকল্পনায় ইউরোপের বেশ কয়েকটি দেশ আপত্তি জানিয়েছিল। তাদের মতে, খসড়াটি রাশিয়ার জন্য অতিরিক্ত সুবিধাজনক ছিল। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যে পাল্টা প্রস্তাব দিয়েছে, তাতে রাশিয়া দখল করা কোনো অঞ্চলের স্বীকৃতি নেই; বরং ইউক্রেনের সেনাবাহিনী বাড়ানোর বিষয়টি ও ন্যাটোতে যোগদানের পথটি খোলা রাখা হয়েছে।
জেলেনস্কি সর্বশেষ সংশোধিত কাঠামোকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তার বক্তব্য—এই প্রস্তাবে যুদ্ধ থামানোর জন্য প্রয়োজনীয় অনেক বাস্তব উপাদান যোগ হয়েছে এবং এখন আলোচনার পথ আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
মন্তব্য করুন
