শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিন রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠিত হবে না: নেতানিয়াহু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
expand
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “ফিলিস্তিন রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠিত হবে না।”

রোববার (২১ সেপ্টেম্বর) এই তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। বিশ্বের বিভিন্ন দেশ এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও, ইসরাইল এ নিয়ে তীব্র অসন্তোষ জানায়।

ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, সেদিন মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। তার দাবি, “ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্যোগ সন্ত্রাসবাদের পুরস্কারস্বরূপ হবে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরাইলবিরোধী প্রচারণার অংশ।”

তিনি আরও জানান, জাতিসংঘের অধিবেশনে ইসরাইলের অবস্থান তুলে ধরবেন এবং পশ্চিমা দেশগুলোর স্বীকৃতির বিরোধিতা করবেন। নেতানিয়াহুর মতে, “সত্যিকারের শান্তির পথ হলো শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা।”

জাতিসংঘে ভাষণ দেওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথাও উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন