বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুটি গোলগাপ্পা কম দেওয়ায় সড়ক অবরোধে নারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম
গোলগাপ্পা (পানিপুরি) কম দেওয়ায় রাস্তায় বসে অবরোধ করলেন এক নারী।
expand
গোলগাপ্পা (পানিপুরি) কম দেওয়ায় রাস্তায় বসে অবরোধ করলেন এক নারী।

রাজনৈতিক দাবি কিংবা আন্দোলনে সড়ক অবরোধ প্রায়ই দেখা যায়। তবে এবার ভিন্ন এক কারণে ঘটল অদ্ভুত ঘটনা—মাত্র দুটি গোলগাপ্পা (পানিপুরি) কম দেওয়ায় রাস্তায় বসে অবরোধ করলেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের ভাদোদারায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ২০ রুপি দিয়ে এক ফেরিওয়ালার কাছ থেকে ৬টি পানিপুরি কিনেছিলেন। কিন্তু বিক্রেতা তাকে ৪টি দেন। এতে ক্ষোভ প্রকাশ করে তিনি রাস্তায় বসে পড়েন এবং প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। একপর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভিডিও ধারণ করেন। তাতে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে ওই নারী অভিযোগ করছেন—তার টাকা নিয়ে পানিপুরি কম দেওয়া হয়েছে, এমনকি তার সঙ্গে ঝগড়াও করা হয়েছে। কয়েক ঘণ্টা ধরে চলা এ নাটকীয় অবরোধের ফলে এলাকায় ভোগান্তি তৈরি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শেষ পর্যন্ত তিনি বাকি দুটি পানিপুরি পেয়েছিলেন কি না—সেটি নিশ্চিত হওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন