

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুবাই এয়ার শোতে ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) এ যুদ্ধ বিমান ব্বিধস্তের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট মারা গেছেন বলে ভারতীয় বিমান বাহিনী নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ‘হিন্দুস্তান অ্যারোনোটিক্যাল লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার জন্য প্রদর্শনী উড়ান দিচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়।
এ ঘটনায় বিবৃতি দিয়েছে ভারতের বিমান বাহিনী। বিবৃতিতে তারা জানায়, ‘আজ দুবাই এয়ার শোতে একটি বিমান প্রদর্শনীর সময় আইএএফ’র একটি তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করছে এবং এই শোকের সময়ে শোকাহত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হবে।’
তেজাস হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম যুদ্ধবিমান, যার উৎপাদন করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ভারত সরকার এই বিমান তৈরির প্রকল্প হাতে নেয়। তবে শুরু থেকেই তেজাসকে ঘিরে বিভিন্ন বিতর্ক তৈরি হয় এবং এর যুদ্ধক্ষমতা নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ প্রশ্ন তোলেন। যদিও বিমানটি দেশেই তৈরি, তবুও এর ইঞ্জিনের ক্ষেত্রে ভারত এখনো যুক্তরাষ্ট্রসহ বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর করে।
মন্তব্য করুন
