

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অসহায় নারীদের দিয়ে যৌন ব্যবসা চালানো এক চক্রকে ঘিরে বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি সামনে আসে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে।
ওই প্রতিবেদন প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয় এবং শেষ পর্যন্ত চক্রটির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
ধরা পড়া ব্যক্তির নাম চার্লস ‘অ্যাবি’ মোসিগা। তবে ইউএই কর্তৃপক্ষ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। আদালতে তাকে হাজির করা হয়েছে কি না কিংবা অভিযোগ গঠন হয়েছে কি না-এ বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, আপাতত তাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
বিবিসি জানায়, মোসিগা এক প্রতিবেদককে জানিয়েছিলেন যে, তিনি সেক্স পার্টির জন্য ন্যূনতম এক হাজার ডলারের বিনিময়ে নারী সরবরাহ করতে পারেন এবং টাকা পরিশোধ করলে নারীদের দিয়ে যেকোনো কাজ করানো সম্ভব।
উগান্ডার কয়েকজন তরুণী অভিযোগ করেছেন, চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের দুবাই আনা হয় এবং পরে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করা হয়। এর পর থেকে তারা কার্যত বন্দি হয়ে পড়েন।
অন্যদিকে, গত সপ্তাহে ইউএইতে অবস্থিত উগান্ডা দূতাবাস জানায়, মানবপাচারের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দেশটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মোসিগার বিরুদ্ধে ইন্টারপোলও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ন্যায়বিচার নিশ্চিত করতে উগান্ডা দূতাবাস ইন্টারপোলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও আশ্বাস দিয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    