সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের স্বপ্ন পূরণে ১২ বছর ধরে মসজিদে নববীতে কুরআন শেখাচ্ছেন তিনি

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
expand
মায়ের স্বপ্ন পূরণে ১২ বছর ধরে মসজিদে নববীতে কুরআন শেখাচ্ছেন তিনি

মায়ের স্বপ্ন পূরণে ১২ বছর ধরে মসজিদে নববীতে কুরআন শেখাচ্ছেন সৌদি ডাক্তার ডা. আবদুল্লাহ আল্লাম। পেশায় তিনি একজন বিশেষজ্ঞ সার্জন।

আব্দুল্লাহ আল্লাম বর্তমানে মদিনার কিং ফাহদ হাসপাতালে কর্মরত আছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি ১২ বছর ধরে মসজিদে নববীতে কুরআন শিক্ষা দিয়ে আসছেন।

জানা গেছে, ১২ বছর আগে তাঁর মা ইন্তেকাল করেন। মায়ের অন্তিম ইচ্ছা ছিল, ছেলে যেন মসজিদে নববীতে কুরআন শিক্ষা দেয়। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই ডা. আল্লাম এই মহৎ কাজটি শুরু করেন।

হাসপাতালে ডিউটি শেষ করেই সন্ধ্যায় তিনি ছুটে যান মসজিদে নববীতে। সেখানে তিনি শিক্ষার্থীদের কুরআনের দশটি কিরাআত বা বিশেষ পাঠপদ্ধতি শেখান।

ডা. আল্লাম বলেন, “মায়ের ইচ্ছা পূরণ করতেই আমি এখানে ‘দশ কিরাআত’ শেখানো শুরু করি। কাজটি বেশ চ্যালেঞ্জিং।”

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মসজিদে নববীতে আসেন। আগ্রহী শিক্ষার্থীরা তাঁর ক্লাসে অংশ নেন। এভাবেই তিনি মায়ের স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X