বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
ইরানে বিক্ষোভ ও সহিংসতা
expand
ইরানে বিক্ষোভ ও সহিংসতা

ইরানে চলমান বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য জানান।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা দেশব্যাপী আন্দোলন দমনে কঠোর অভিযান চালানো হলেও নিহতের এই সংখ্যাটি এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করল ইরানি কর্তৃপক্ষ। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পেছনে তথাকথিত ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর ভূমিকা রয়েছে।

তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে কোনো নির্দিষ্ট হিসাব জানানো হয়নি।

দীর্ঘদিনের তীব্র অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া এই আন্দোলনকে গত তিন বছরের মধ্যে ইরানের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যেই গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের ওপর আন্তর্জাতিক চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা দেশটির ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভ মোকাবিলায় এক ধরনের দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। একদিকে তারা অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে জনঅসন্তোষকে যৌক্তিক বলে স্বীকার করছে, অন্যদিকে কঠোর নিরাপত্তা অভিযান চালাচ্ছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ তুলেছে ইরান। সরকারের ভাষ্য অনুযায়ী, ‘সন্ত্রাসীরা’ শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দিয়েছে।

এর আগে একাধিক মানবাধিকার সংস্থা জানিয়েছিল, চলমান বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছেন এবং হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইন্টারনেট বন্ধসহ যোগাযোগ ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই গত এক সপ্তাহে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রয়টার্স যাচাই করা এসব ভিডিওতে গুলিবর্ষণ, যানবাহন ও ভবনে অগ্নিসংযোগসহ সহিংস দৃশ্য দেখা গেছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X