

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক শক্তি যাচাই করতে সংঘাতের পথ বেছে নেয়, তবে তেহরান সেই পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত—এমনই বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আরাগচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ এখনো খোলা আছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য ইরান নিজেদের প্রস্তুত রেখেছে।
তার ভাষ্য অনুযায়ী, গত বছরের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে যুদ্ধাবস্থার প্রস্তুতি ইরান নিয়েছিল, বর্তমান সামরিক সক্ষমতা তার চেয়েও শক্তিশালী ও বিস্তৃত। তিনি জানান, অতীতেও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি পরীক্ষা করার চেষ্টা করেছে এবং ভবিষ্যতে এমন কিছু হলে তেহরান তা মোকাবিলা করতে সক্ষম।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের শক্তি যাচাইয়ের পথে হাঁটে, তাহলে ইরান প্রস্তুত থাকবে। তবে তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন সংঘাতের পরিবর্তে সংলাপকে অগ্রাধিকার দেবে। একই সঙ্গে ইসরাইলের স্বার্থে যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে, তাদের প্রতিও সতর্কবার্তা দেন তিনি।
দেশের ভেতরের চলমান পরিস্থিতি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক আন্দোলনে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে। তার দাবি, এই গোষ্ঠীগুলো বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের মুখে রয়েছে ইরান। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুত রাজনৈতিক দাবিদাওয়ায় রূপ নেয়। বর্তমানে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলনে বিক্ষোভকারীরা শাসনব্যবস্থার পরিবর্তনের দাবি জানাচ্ছেন।
এই পরিস্থিতিকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি ইরানি কর্তৃপক্ষকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানান এবং বিক্ষোভকারীদের সহায়তায় যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও মন্তব্য করেন।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনীতি পুনর্গঠনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের অভিযোগ ও দাবি শোনার জন্য তার সরকার উন্মুক্ত রয়েছে এবং অর্থনৈতিক সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্তব্য করুন

