

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে মারা গেছেন। ধর্মপ্রাণ এই ব্যক্তি তার দীর্ঘ জীবনে ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করার এক অনন্য রেকর্ড গড়েছেন।
রোববার(১১ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সৌদি আরবের ধাহরান আল জানুব এলাকায় সাত হাজারের বেশি মানুষের উপস্থিতিতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার আগের এই মানুষটি দেশটির উত্থান-পতনের এক জীবন্ত ইতিহাস ছিলেন।
নাসের আল ওয়াদাই মৃত্যুকালে ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। বর্ণাঢ্য এই জীবনের অধিকারী ১১০ বছর বয়সেও বিয়ে করেছিলেন এবং সেই ঘরে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়। বাদশাহ আবদুলআজিজ থেকে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সকল শাসকের সময়কাল দেখা এই প্রবীণ ব্যক্তি ছিলেন ধৈর্যের প্রতীক। তার প্রয়াণে পুরো সৌদি আরবে শোকের ছায়া নেমে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে।
মন্তব্য করুন

