রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৫১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
ইরানে বিক্ষোভ
expand
ইরানে বিক্ষোভ

ইরানে চলমান গণবিক্ষোভে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৫১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভে অবস্থিত মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য প্রকাশ করেছে। এ খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

সংস্থাটির তথ্য অনুযায়ী, টানা ১৩ দিন ধরে চলা আন্দোলনের ঘটনাগুলো যাচাই করে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে দেশের অর্থনৈতিক সংকটের প্রতিবাদে প্রথম বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভে সরকারবিরোধী স্লোগান স্পষ্ট হয়ে ওঠে।

সংস্থার যাচাইকৃত হিসাব অনুযায়ী, অন্তত ১১টি প্রদেশে বিক্ষোভ চলাকালে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে যে নিহতের সংখ্যা জানানো হয়েছে, তা শুধুমাত্র সেসব ঘটনার ওপর ভিত্তি করে, যেগুলো সংস্থাটি সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত দুটি নির্ভরযোগ্য স্বাধীন সূত্রের মাধ্যমে যাচাই করেছে।

নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী অন্তত নয়জন কিশোর-কিশোরী রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে শিশুদের বয়স সংক্রান্ত পূর্ণাঙ্গ নথিপত্র সংগ্রহের কাজ এখনো চলমান রয়েছে।

এদিকে তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস ও হামেদানসহ কয়েকটি এলাকায় আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও সেগুলো এখনো যাচাই শেষ হয়নি। যাচাই সম্পন্ন না হওয়ায় এসব ঘটনা আনুষ্ঠানিক প্রাণহানির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X