

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজায় সামরিক অভিযান শুরু হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সর্বশেষ ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দায়িত্বরত এক সেনাসদস্য নিজের জীবন শেষ করেছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত আত্মহত্যাকারী ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়াল ৬১ জনে।
ইসরাইলি দৈনিক হারেৎজ-এর প্রতিবেদনে জানানো হয়, নিহত ওই সেনা নিয়মিত বাহিনীর একজন সদস্য ছিলেন এবং তিনি ‘ট্র্যাকার’ হিসেবে দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, উত্তর ইসরাইলের একটি সামরিক স্থাপনায় গুলিবিদ্ধ হয়ে এক সেনা মারাত্মক আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে আত্মহত্যার প্রবণতা নিয়ে আগে প্রকাশিত একটি সরকারি প্রতিবেদনে উদ্বেগজনক চিত্র উঠে আসে। গত ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র জানায়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে ২৭৯ জন ইসরাইলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি সাতটি আত্মহত্যা চেষ্টার মধ্যে একটি ক্ষেত্রে মৃত্যু ঘটেছে।
এই পরিস্থিতি ইসরাইলি সেনাবাহিনীর ভেতরে মানসিক চাপ ও যুদ্ধজনিত ট্রমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
মন্তব্য করুন

