

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লেবাননের মাউন্ট লেবানন এলাকার শুফ জেলার সিবলিন গ্রামে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে।
এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই হামলা চালানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার সময় একটি পানিবাহী পিকআপ ট্রাককে লক্ষ্যবস্তু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার ফলে ট্রাকটি এবং এর আশপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর একজন সদস্য। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, একই দিনে এটি ছিল এ ধরনের দ্বিতীয় আক্রমণ।
এর আগে মঙ্গলবারই দক্ষিণ লেবাননের মারকাবা–আদাইসেহ সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত হন এবং তিনজন আহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯৭০ জন।
মন্তব্য করুন

