মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৫১ ফিলিস্তিনির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
গাজায় একটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করা হয়েছে
expand
গাজায় একটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করা হয়েছে

ইসরায়েলের টানা বিমান হামলায় গাজা সিটিতে অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছরের জমজ শিশু এবং কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সংঘটিত এ হামলার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সোমবার রাতে গাজার একটি বহুতল আবাসিক ভবন আল-ঘাফরি ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। হামলার তীব্রতায় লাখো বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে প্রায় ৫০টি উঁচু ভবন ধ্বংস করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক সরাতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।

সাম্প্রতিক হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন—প্রতিবেদক মোহাম্মদ আল-কুইফি, ফটোগ্রাফার আইমান হানিয়ে এবং সাংবাদিক ইমান আল-জামিলি। এ নিয়ে চলমান সংঘাতে নিহত সাংবাদিকের সংখ্যা প্রায় ২৮০ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক সংস্থার মতে, সাংবাদিকদের জন্য এটি সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত এবং দেড় লাখের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ চাপা পড়ে আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X