

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় রফিকুল মোল্লা নামে এক স্থানীয় কৃষককে ধরে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তাকে জোর করে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে স্বীকার করানোর চেষ্টা করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে চাপড়া থানায় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ নভেম্বর) সকালে নদীয়ার হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে ছিলেন কৃষক রফিকুল মোল্লা। ওই সময় কয়েকজন বিএসএফ সদস্য এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়।
রফিকুল জানান, তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং পরে পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয়। তিনি বলেন, “তারা আমাকে দিয়ে বলাতে চেয়েছিল, আমি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছি। কিন্তু আমি রাজি না হওয়ায় মারধর শুরু করে।”
বর্তমানে আহত রফিকুল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে নদীয়া জেলার ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন, বিএসএফের এক কোম্পানি কমান্ডার ও এক সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্ত কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, তবে তিনি বর্তমানে আসামে অবস্থান করছেন। বিএসএফের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
