

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টিভিকে-র তরফে অভিযোগ তোলা হয়েছে, করুরের ঘটনা কোনও দুর্ঘটনা নয়, ষড়যন্ত্রের ফল। সভায় পাথর ছোড়া এবং পুলিশের লাঠিচার্জকেও এর জন্য দায়ী করেছে টিভিকে।
এর আগের জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে রাজনীতির মাঠেও নায়ক বনে গিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি।
আর এবারের জনসভায় ৩৯ জনের প্রাণহানিতে রীতিমতো খলনায়ক তিনি। এ হতাহতের ঘটনায় এবার তার নামে হলো মামলা।
রোববার ( ২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
মামলায় আসামী করা হয়েছে থালাপাতি বিজয় ও এবং তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সাধারণ সম্পাদক এন আনন্দসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, টিভিকে পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং তারা কোনো নিয়মের তোয়াক্কা করেনি।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, ‘টিভিকে প্রথমে ১০,০০০ লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় দ্বিগুণেরও বেশি ছিল।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজয়ের নিজ রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) নির্বাচনী জনসভা ছিল। সেখানে পদপিষ্ট হয়ে নিহত হন ৩৯ জন। আহতর সংখ্যা পঞ্চাশের বেশি।
এদিকে এ ঘটনার পর এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, এ দুঘর্টনায় প্রত্যেক নিহত পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    