শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিহতদের ২০ লক্ষ, আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা বিজয়ের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
থালাপতি বিজয়
expand
থালাপতি বিজয়

তামিলনাড়ুর করুরে পদপিষ্টের ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখছেন বিজয়। এর নেপথ্যে কোনও ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে মনে করেন তিনি। অভিনেতা থালাপতি বিজয় এমনই অভিযোগ তুলে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।

তাঁর দল টিভিকে-র তরফে অভিযোগ তোলা হয়েছে, করুরের ঘটনা কোনও দুর্ঘটনা নয়, ষড়যন্ত্রের ফল। সভায় পাথর ছোড়া এবং পুলিশের লাঠিচার্জকেও এর জন্য দায়ী করেছে টিভিকে।

ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বিজয়।

এই দুর্ঘটনার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। এ কথাও জানিয়েছেন। বিজয় বলেন, অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনাদের পরিবারের সদস্য হিসাবে, আপনাদের পাশে আছি, থাকব।

আহতদের দ্রুত সুস্থ্য কামনা করেছেন টিভিকে নেতা। শনিবার করুরে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ১০ শিশু-সহ ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত শতাধিক। এদের মধ্যে দু’বছরের এক শিশুও রয়েছে।

টিভিকে-র আইনজীবী এনডিটিভি-কে জানিয়েছেন, তাঁরা মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেছেন এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) করা হোক। অথবা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হোক।

তিনি আরও বলেন, করুরের ঘটনায় ষড়যন্ত্র হয়েছে। তাই আমরা আদালতের কাছে আবেদন করেছি রাজ্যের কোনও তদন্তকারী সংস্থাকে নিয়ে তদন্ত না করিয়ে নিরপেক্ষ কোনও সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন