শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ইঙ্গিত করে মোদিকে কটাক্ষ ওয়াইসির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
expand
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

ভারতের বিহার নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের জবাবে এবার সরব হলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, বিহারে কংগ্রেস ও আরজেডি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তার দাবি, এসব অবৈধ অনুপ্রবেশ ভারতের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে এবং নারীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

ওয়াইসি এর পাল্টা জবাবে বলেন, “মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহার বা সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। আগে তাকেই বাংলাদেশে পাঠান, তারপর সীমাঞ্চলের কথা বলবেন।”

তার এই বক্তব্যে পরোক্ষভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করা হয়েছে। জানা গেছে, পদত্যাগের পর তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।

এদিকে, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা যাচাইয়ে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকের নাম পাওয়া গেছে। তবে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোটারদের নাম কেটে দেওয়ার একটা অজুহাত।

আরজেডির নেতা তেজস্বী যাদব প্রশ্ন তোলেন, ‘ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী রয়েছে, কিন্তু আপনারা গত ১১ বছর ধরে কেন্দ্রে, আর প্রায় ২০ বছর বিহারে ক্ষমতায় আছেন— এতদিন কী করলেন?”

আগামী মাসেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিতে আরও উত্তাপ ছড়ানোর ইঙ্গিত মিলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন