শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতের ব্যাখ্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম
রণধীর জয়সওয়াল ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
রণধীর জয়সওয়াল ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একজন ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিকে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিয়মিত রাজনৈতিক যোগাযোগের বাইরে কিছু নয়। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

এর আগে জামায়াত আমির এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ২০২৫ সালে বাইপাস সার্জারির পর তার সঙ্গে ভারতের একজন কূটনীতিকের সাক্ষাৎ হয়েছিল।

তিনি বলেন, অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতীয় কূটনীতিক ওই বৈঠকটি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন।

সাক্ষাৎকারটি প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে জামায়াত আমির নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি ব্যাখ্যা করেন। এর প্রায় দুই সপ্তাহ পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করল।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবেই ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে থাকেন। জামায়াতে ইসলামীর সঙ্গে হওয়া যোগাযোগকেও একই প্রেক্ষাপটে দেখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই বৈঠকের কথা জানান, যা প্রকাশিত হয় ৩১ ডিসেম্বর। সেখানে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে অনুরোধ থাকায় সে সময় বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X