

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে গত বছর শুরু হওয়া সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ এখনো কার্যকর রয়েছে।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ইসলামাবাদ যদি কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত।
মঙ্গলবার চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুর চলাকালে ভারতের সেনাবাহিনী কৌশলগতভাবে সেনা মোতায়েন করেছিল এবং প্রয়োজনে স্থল অভিযান পরিচালনার জন্যও বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল। পাকিস্তান যদি কোনো ভুল সিদ্ধান্ত নিত, তাহলে পরিস্থিতি আরও ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলার জবাবে ৭ মে পাকিস্তানের একাধিক এলাকায় সামরিক অভিযান শুরু করে ভারত, যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ ওই হামলার দায় স্বীকার করেছিল।
ভারতের দাবি, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিচালিত অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ভারত পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে আঘাত হানে।
অবশেষে উভয় দেশ গত ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
মন্তব্য করুন

