রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১২ ঘণ্টায় ৯ দফা ভূকম্পন, কেঁপে উঠল গুজরাটের রাজকোট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট এলাকায়। মাত্র ১২ ঘণ্টার মধ্যে নয়বার মৃদু কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার আশঙ্কায় অনেক মানুষ ঘর ছেড়ে বাইরে অবস্থান করেন। পরিস্থিতি বিবেচনায় কিছু এলাকায় বাসিন্দাদের সাময়িকভাবে ঘর খালি করতেও বলা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। এরপর শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিট পর্যন্ত দফায় দফায় আরও আটটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এই সময়ের মধ্যেই রাজকোট এলাকায় মোট নয়বার মাটি কেঁপে ওঠে।

ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল উপলেটার উত্তর-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে। উপলেটা কচ্ছ অঞ্চলের অন্তর্ভুক্ত, যা দীর্ঘদিন ধরেই ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত অল্প সময়ে এতবার ভূমিকম্প আগে কখনও তারা অনুভব করেননি। ফলে বড় ধরনের বিপদের আশঙ্কায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

প্রশাসনের তথ্যমতে, এসব ভূমিকম্পের মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৩.৮ এবং সর্বনিম্ন ২.৯। সাধারণভাবে রিখটার স্কেলে ৩ থেকে ৩.৯ মাত্রার ভূমিকম্পকে মৃদু হিসেবে ধরা হয়, আর ৩-এর নিচে হলে তা অতি মৃদু বলে বিবেচিত।

গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৪-এর নিচে মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ঝুঁকির ইঙ্গিত দেয় না। তবে তারা এটাও উল্লেখ করেছেন, এত অল্প সময়ের মধ্যে একাধিক কম্পন হওয়াটাই মূল উদ্বেগের বিষয়।

বিশেষজ্ঞদের মতে, রাজকোট সরাসরি কোনও বড় চ্যুতিরেখার ওপর না থাকলেও বারবার ভূমিকম্প হওয়ার কারণ খতিয়ে দেখা জরুরি। বর্ষা মৌসুমের পর হালকা ভূকম্পন নতুন কিছু না হলেও, ধারাবাহিক কম্পন ভূতাত্ত্বিকদের চিন্তায় ফেলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X