শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের আসল শত্রু কে? জানিয়ে দিলেন মোদি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
expand
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, দেশের আসল শত্রু কোনো প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং বিদেশি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। গুজরাটে প্রায় ৪০ বিলিয়ন ডলারের একটি সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, ভারত আজ বিশ্বমঞ্চে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ হিসেবে এগোচ্ছে এবং তার বড় কোনো শত্রু নেই। তবে তিনি সতর্ক করে বলেন, বিদেশের ওপর নির্ভরশীলতা দেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি।

আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী যোগ করেন, দেশকে স্বনির্ভর না হলে সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়। অন্য দেশের দয়ার ওপর নির্ভর করলে ভারতের মর্যাদা ক্ষুণ্ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে।

সামুদ্রিক খাতের প্রসঙ্গ টেনে তিনি জানান, একসময় ভারতীয় জাহাজগুলো দেশটির বিদেশি বাণিজ্যের ৪০ শতাংশ বহন করত, অথচ বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৫ শতাংশে। এর ফলে প্রতিবছর বিপুল অর্থ বিদেশি শিপিং কোম্পানিগুলোর কাছে গচ্ছিত যাচ্ছে, যা এখন প্রায় ভারতের প্রতিরক্ষা বাজেটের সমান।

নিজস্ব শিল্প খাতকে জোরদারের আহ্বান জানিয়ে মোদি বলেন, চাই সেটা চিপস হোক কিংবা শিপস-সবকিছু আমাদের ভারতেই তৈরি করতে হবে।

তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে গত মাসে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। পাশাপাশি, নতুন নিয়মে এইচ-১বি ভিসার আবেদন করতে বছরে এক লাখ ডলার ফি দিতে হবে, যা ভারতীয় দক্ষ কর্মীদের লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আইটি খাতের সংগঠন ন্যাসকম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন