শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোদির নতুন ‘মাথাব্যথা’ থালাপতি বিজয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
থালাপতি বিজয়
expand
থালাপতি বিজয়

তামিলনাড়ুর তিরুচিরাপল্লী গত শনিবার রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে। শহরজুড়ে শোনা যায় শুধু একটাই নাম, থালাপতি বিজয়। সিনেমার তারকা এবার সরাসরি নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে, আর তাকে ঘিরে ভক্তদের উন্মাদনায় প্রায় অচল হয়ে পড়ে পুরো শহর।

‘তামিল বিজয় পার্টি’ (TVK)-র প্রতিষ্ঠাতা বিজয় আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন ৯২ দিনের রাজ্য সফর। জনসভায় তিনি সরাসরি আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে এবং রাজ্য সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি ঘোষণা দেন, তার দল আসন্ন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০২৪ সালে দল গঠনের পর থেকেই তিনি তামিলনাড়ুর রাজনীতিতে আলোড়ন তুলেছেন। বিজেপিকে “ফ্যাসিবাদী সরকার” বলে সমালোচনা করায় বিরোধ আরও তীব্র হয়। এর মাঝেই মাদুরাইতে দলের দ্বিতীয় সম্মেলনে ভক্তের সঙ্গে দেহরক্ষীর দুর্ব্যবহারের ঘটনায় বিজয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

বিজয় জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে লড়বেন। তার মতে, বিজেপিই টিভিকের সবচেয়ে বড় আদর্শিক প্রতিপক্ষ। একইসঙ্গে ডিএমকের বিরুদ্ধেও কড়া সুরে বক্তব্য রেখেছেন তিনি।

তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের এই ঝড় কীভাবে প্রভাব ফেলবে, তা এখনই বলা কঠিন। তবে জনসমর্থনের জোয়ার দেখে অনেকেই মনে করছেন, আগামী দিনে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারেন থালাপতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন