

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মহারাষ্ট্রে একটি বেসরকারি কলেজে মুসলিম শিক্ষার্থীদের ফাঁকা কক্ষে নামাজ আদায়কে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে কল্যাণ শহরের আইডিয়াল কলেজ অব ফার্মেসিতে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পুরো বিষয়টিকে আরও উত্তপ্ত করে তোলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিন মুসলিম শিক্ষার্থী নিরিবিলি একটি খালি ক্লাসরুমে নামাজ পড়ছিলেন। এসময় কেউ বিষয়টি ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিলে দ্রুত তা নজরে আসে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের।
ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কয়েকজন কর্মী কলেজে গিয়ে আপত্তি জানায়।
এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে কয়েক শিক্ষার্থীকে ‘কান ধরে ওঠবস’ করানো হয় বলেও জানা গেছে।
ঘটনা নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে। কলেজের নীতিমালা অনুযায়ী ক্যাম্পাসে কোনো ধরনের ধর্মীয় কার্যক্রম আয়োজন নিষিদ্ধ- এই নিয়ম ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তলব করা হয় এবং শেষ পর্যন্ত তারা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।
উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়নি।
স্থানীয় পুলিশ উপস্থিত হয়ে পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়তা করে।
মন্তব্য করুন

