বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ত্যাগে নাগরিকদের জরুরি নির্দেশ দিল ফ্রান্স-কানাডা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
ইরানের পতাকা
expand
ইরানের পতাকা

ইরানে অবস্থানরত নিজ নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও কানাডা। দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে, দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

কানাডা সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, ইরানে চলমান বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যেকোনো সময় গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কারণে সেখানে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি অনুকূল হলে নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কানাডা স্বীকার করেছে, ইরানে কনস্যুলার সেবা দেওয়ার সক্ষমতা তাদের সীমিত।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার ফলে ইরানের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে, যা বিদেশিদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে।

ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, বিক্ষোভ বা জনসমাবেশের কাছাকাছি না যেতে এবং তেহরানে অবস্থিত ফরাসি দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের জনগণকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি তার বার্তায় বলেন, সহায়তা আসছে।

অন্যদিকে ইরান সরকার দাবি করে আসছে, দেশের চলমান অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী, বিক্ষোভের শুরুটা শান্তিপূর্ণ হলেও পরবর্তীতে সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X